মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

♥ ♥ ♥ প্রেম তত্ত্ব ♥ ♥ ♥


গাছ বাদে ফুলের ঘ্রাণ কে কবে পেলো শুনি?
সাধক সে জন,পীর-দরবেশ, নয়তো ঋষি-মুণি।
দেহ বাদে প্রেমের কথা বলে যে জন
জেনে রেখ, মিথ্যা বলে সে, মিথ্যুক সে জন।
না ঘুমিয়ে স্বপ্ন যারা দেখে
তা স্বপ্ন নয় হে, সে যে দিবাস্বপ্ন
ভ্রান্তি তাহার চোখে-মুখে।
অংকের ভাষায়, মন হল দেহের এক জটিল ফাংশন।
জানা নেই আমার, এর থেকে কোন সত্য ভাষন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন